রাজধানীর মতিঝিলে যাত্রাবাহী বাস থেকে রমনী চন্দ্র শীল (৪৮) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ সোমবার রাতে ঢামেক মর্গে পাঠানো হয়।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হাসান জানান, মতিঝিল থেকে ঢাকা টু আব্দুল্লাহপুর রুটের 'বেস্ট শতাব্দী পরিবহন' নামে যাত্রীবাহী বাস থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কিভাবে মারা গেছে, তা জানা যায়নি। স্ট্রোক না অজ্ঞান পার্টির খপ্পরে পরে ছিল তা ময়নাতদন্তের পরে জানা যাবে।
পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, মৃতের স্বজনদের সংবাদ দেয়া হয়েছে।
বাসের সুপারভাইজার মাসুম জানায়, ওই ব্যক্তি আব্দুল্লাহপুর থেকে বাসে উঠেছিল। গুলিস্তান আসার পর সব যাত্রী নামলেও এই ব্যক্তিটি আর নামছিল না, পরে ডাকাডাকি করে কোন অবস্থাতেই তার জ্ঞান ফিরছিল না। পরে তাকে থানায় নিয়ে যায়। এরপর পুলিশ তাকে হাসপাতালে নেয়।
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমরবুলিয়া গ্রামের মৃত জিতেন চন্দ্র শীলের ছেলে। উত্তরা এলাকায় থাকতেন।
বিডি প্রতিদিন/৩০ জুলাই ২০১৮/আরাফাত