বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সকাল থেকে ফার্মগেট এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নিলে তাদের সরিয়ে দিয়েছে পুলিশ। ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হলেও গাড়ির পরিমাণ কম।
এর আগে, নৌমন্ত্রী শাজাহান খানের পদত্যাগের দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে ফার্মগেট এলাকায় স্থানীয় কয়েকটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিলে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে সেখান থেকে শিক্ষার্থীদের সরিয়ে দেয় পুলিশ।
এ ব্যাপারে তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা সড়ক ছেড়ে চলে গেছে। এখন যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছি।
উল্লেখ্য, গত রবিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার বিমানবন্দর সড়কের হোটেল র্যাডিসনের সামনে জাবালে নূর পরিবহনের দু'টি বাসের প্রতিযোগিতায় নির্মমভাবে প্রাণ হারান কলেজের দুই শিক্ষার্থী। আহত হয়েছেন আরও ১৪ জন। হতাহতের শিকার প্রত্যেকেই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। এরা ফুটপাথে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন।
বিডি প্রতিদিন/ ৩১ জুলাই ২০১৮/ ওয়াসিফ