রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার দুপুরে মতিঝিল শাপলা চত্বরে অবস্থান নেয় নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এ সড়ক ও আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, মতিঝিল শাপলা চত্বরে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেয়। পাঁচ শতাধিক শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
গত রবিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার বিমানবন্দর সড়কের হোটেল র্যাডিসনের সামনে জাবালে নূর পরিবহনের দুটি বাসের প্রতিযোগিতায় নির্মমভাবে প্রাণ হারান কলেজের দুই শিক্ষার্থী। আহত হয়েছেন আরও ১৪ জন। হতাহতের শিকার প্রত্যেকেই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। এরা ফুটপাথে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন।
এদিকে সোমবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ঘটনায় জড়িত তিনটি বাসের তিনজন ড্রাইভার ও দুইজন সহকারীকে আটক করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন