খুলনার রূপসা নৈহাটী গ্রামের ফজলু (২৭) হত্যা মামলায় একই পরিবারের ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে খুলনার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এমএ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন।
আসামিরা হলেন রূপসা উপজেলার নৈহাটী পূর্ব পাড়ার মৃত মোকাম শেখের ছেলে ইসহাক শেখ (৬০), ইসহাক শেখের স্ত্রী চেলী বেগম ওরফে সেলিনা বেগম (৫০), তার ছেলে আনিস শেখ (৩০) ও ইউনুস শেখ (৩৫)।
আইনজীবারা জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৩ সালের ২৩ মার্চ সন্ধ্যায় রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দিনমজুর ফজলুকে হত্যা করা হয়। নিহত ফজলু একই এলাকার মৃত আফসার শেখের ছেলে। এ ঘটনায় নিহতের মা কুলসুম বেগম বাদী হয়ে রূপসা থানায় ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/৩১ জুলাই, ২০১৮/মাহবুব