জাবালে নূর বাসের চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর উত্তরায় দুইটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এছাড়া আরও বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালিয়েছে তারা।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাস দুটি আগুনে পুড়ে যায়।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, আন্দোলনরত শিক্ষার্থীরা প্রথমে বাস ভাঙচুর করে। এরই এক পর্যায়ে তারা ওই দুই গাড়িতে আগুন ধরিয়ে যায়। এতে গাড়ি দুটি পুড়ে যায়।
এছাড়া, ওই সড়কে আরও বেশ কিছু গাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এখন সড়কে চোখ ফেললেই শুধু চোখে পড়ে কাচ আর কাচ। রয়েছে ইট, পাথরের টুকরাও।
প্রসঙ্গত, গত রবিবার দুই বাসের রেষারেষিতে পড়ে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী প্রাণ হারায়। আহত হয় আরও বেশ কয়েকজন। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তায় ওই দিনই অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করে। পরদিন সোমবার নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর করে শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবারও রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছে তারা।
বিডি-প্রতিদিন/৩১ জুলাই, ২০১৮/মাহবুব