আশুলিয়ায় বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে কয়েকশ' শ্রমিক। মঙ্গলবার সকাল থেকে জামগড়া এলাকার মেসার্স বাঁধন করপোরেশন লিমিটেড নামে একটি পোশাক কারখানার সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন শ্রমিকরা।
ওই কারখানায় প্রায় ৫ শতাধিক শ্রমিক কর্মরত রয়েছে। শ্রমিক নাগির্স আক্তার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চলতি বছরের জুন মাসের বেতন বকেয়া পড়ায় জুলাই মাসের মাঝামাঝি সময় তারা কর্মবিরতি পালন করলে গত ১৯ জুলাই কলকারখানা অধিদপ্তর, বিজিএমইএ, কারখানাটির মালিক ও শ্রমিকদের মাঝে সমঝোতা চুক্তি হয়। এতে ৩০ জুলাই বেতন পরিশোধের লিখিত ঘোষণা দেওয়া হয়। কিন্তু গতকাল বেতন না দিয়ে আজ থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ পালিয়ে যায়।
শ্রমিক নেতা আল কামরান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কারখানার মালিক প্রতি মাসেই বেতন প্রদানে তালবাহানা করে। টানা দুই মাস বেতন না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছে শ্রমিকরা। বাঁধন কর্পোরেশন লি. কারখানার শ্রমিকদের বেতন পরিশোধ না করলে কঠিন থেকে কঠিনতম আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
এ বিষয়ে কারখানার মহাব্যবস্থাপক আকতার হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সাময়িক কিছু সমস্যার জন্য সময় মতো শ্রমিকদের বেতন দেয়া সম্ভব হয়নি। আশা করি আগামী মাসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন প্ররিশোধ করতে পারব।
বিডি প্রতিদিন/৩১ জুলাই ২০১৮/হিমেল