বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত এবং নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর সায়দাবাদ ফ্লাইওভারের নিচে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে সেখানে তারা বিক্ষোভ শুরু করে।
সায়দাবাদ ফ্লাইওভারের নিচে অবস্থান নেয় বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা। এর ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ যায়। রাস্তায় গাড়ি কম থাকায় সাধারণ মানুষ পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন।
উল্লেখ্য, রবিবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে সজীব এবং একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম ওরফে মিম নিহত হন। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। পথচারীরা সঙ্গে সঙ্গে আহতদের নিকটস্থ কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে ভর্তি করা হয়।
বিডি প্রতিদিন/০১ আগস্ট ২০১৮/আরাফাত