দেশ গঠনে তরুণদের সৃজনশীল উদ্যোগকে স্বাগত জানাতে তৃতীয়বারের মত বৃহৎ পরিসরে ফিরে এলো ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’। আগামী ২১ ও ২২ অক্টোবর তরুণদের সর্ববৃহৎ প্লাটফর্ম ইয়াং বাংলার আয়োজনে তৃতীয়বার অনুষ্ঠিত হতে যাচ্ছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড।
দক্ষতার উন্নয়ন, সর্বব্যাপী শিক্ষা, বিশেষভাবে সক্ষমদের (প্রতিবন্ধী) জন্য কর্মসংস্থান সৃষ্টি, সংস্কৃতিক বিপ্লব, উদ্ভাবক, খেলাধুলা এবং ফিটনেস, জনসচেতনতা সৃষ্টি এবং লিঙ্গ বৈষম্য হ্রাস সহ ১০টি বিভাগে (ক্যাটাগরি) বিশেষ অবদানের জন্য এই পুরষ্কার দেওয়া হবে।
‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০১৮’ এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার সকাল ১১টায় বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সেন্টার ফর রিচার্স এন্ড ইনফরমেশন (সিআরআই) এবং ইয়াং বাংলা।
জয়বাংলা অ্যাওয়ার্ড প্রাপ্ত ফায়েজ বেলালের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইকবাল আখতার। সম্মেলনে লিখিত ধারণাপত্র পাঠ করেন করেন ইয়াং বাংলার সদস্য ইসরাত জাহান মিতু।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডে-২০১৮’ অংশ নিতে ২১ আগস্ট অনলাইনে আবেদন ফরম ছাড়া হয়েছে। বরাবরের মত এবারও ১৮ থেকে ৩৫ বছর বয়সী বাংলাদেশি তরুণ-তরুনী ও যুবক-যুবতীরা অনলাইনে http://youngbangla.org/member/joy-bangla-youth-award-2018.php আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ সেপ্টেম্বর। এ বিষয়ে http://www.youngbangla.org নামে ইয়াং বাংলার অফিসিয়াল ওয়েব সাইটে বিস্তারিত জানা যাবে।
আগামী ৩০ সেপ্টেম্বরের পর বিশেষভাবে শীর্ষ আবেদনকারীদের বাছাই করা হবে। পরবর্তীতে বাছাইকৃত সংগঠনগুলোর কাজ ও সমাজে তাদের প্রভাব দেখার জন্য মাঠ পর্যায়ে পর্যবেক্ষণে যাবে ইয়াং বাংলা টিম। সেখান থেকে শীর্ষ ৩০ সংগঠনকে বাছাই করবে তারা।
২০ অক্টোবর জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড আয়োজনের প্রথম দিন বাছাইকৃত সংগঠনগুলোর তরুণ উদ্যোক্তাদের নিয়ে বিশেষ সেশনে ওইসব সংগঠনের কাজের ক্ষেত্রে বাধা এবং তা থেকে উত্তরণের মাধ্যমে আরও এগিয়ে যাওয়ার পরামর্শ বাতলে দেওয়া হবে।
অনুষ্ঠানের দ্বিতীয় দিনে বিজয়ী সংগঠনগুলোর হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
‘ভিশন-২০২১’ সামনে রেখে দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণ প্রজন্মকে সরাসরি সম্পৃক্ত করার উদ্দেশ্যে তাদের নতুন ধারণা ও উদ্ভাবনগুলোকে উত্থাপন করার জন্য ২০১৪ সালের ১৫ নভেম্বর ইয়াং বাংলা সংগঠনের আত্মপ্রকাশ হয়।
১৫ হাজারের বেশী স্বেচ্ছাসেবী এবং ২শ’র বেশী সংগঠন নিয়ে চলা এই সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা প্রায় ২ লাখ।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন