খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, কেসিসি’র সকল কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বর্ষা মৌসুমের আগেই রাস্তা-ঘাট মেরামতের কাজ সম্পন্ন করতে হবে। এছাড়া জলাবদ্ধতা নিরসন করে খুলনাকে বাসযোগ্য সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বৃহস্পতিবার তিনি নগর ভবনে কেসিসি’র ৩য় সাধারণ সভায় এসব কথা বলেন। উন্নয়নমূলক কর্মকান্ডণ্ড বাস্তবায়ন ও নাগরিক সেবা বৃদ্ধিতে সভায় কেসিসি’র ১৭টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এইসব কমিটি নাগরিক সেবার মানোন্নয়নে প্রকল্প বাস্তবায়নে কাজ করবে।
সভায় নাগরিক ভোগান্তি কমাতে দ্রুত সময়ের মধ্যে পানির লাইন স্থাপন করে নিরাপদ পানি সরবরাহের জন্য ওয়াসার প্রতি এবং নগরীর ব্যস্ততম ডাকবাংলো মোড় থেকে ফুলবাড়ি গেট পর্যন্ত সড়কটি প্রশস্তকরণের জন্য গণপূর্ত অধিদপ্তরকে আহ্বান জানানো হয়।
সভায় কেসিসি’র প্যানেল মেয়র মো. আমিনুল ইসলাম মুন্না, আলী আকবর টিপু, মেমরী সুফিয়া রহমান শুনু, সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১৪ মার্চ, ২০১৯/মাহবুব