বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিদায়ী কমিশনার মোশারফ হোসেনের পদোন্নতি ও বদলীজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। গত রবিবার রাতে জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত বিদায়ী পুলিশ কমিশনার মোশারফ হোসেন এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. মুহাম্মাদ মোশাররফ হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. খায়রুল আলম শেখ, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. মাহফুজুর রহমান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম এবং জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা সহ ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবীন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিথিরা বিদায়ী পুলিশ কমিশনারের কর্মকালীন সময়ের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন।
পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী পুলিশ কমিশনার মোশারফ হোসেনকে সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধিত করেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।
বিডি প্রতিদিন/হিমেল