বরিশালে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবদের অংশগ্রহণে ‘ইউনিয়ন পরিষদের পঞ্চমবার্ষিক পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক চার দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে।
সোমবার সকাল ৯ টায় সদর উপজেলার বিআরডিবি হলরুমে এসডিসি স্থানীয় সুশাসন কর্মসূচি-শরিকের সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বরিশাল বিআরডিবি’র উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল হক মৃধার সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবীর ও জাগুয়া ইউপি চেয়ারম্যান মোস্তাক আলম চৌধুরী।
বরিশাল সদর উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবগন অংশগ্রহন করছেন।
কর্মশালায় ইউনিয়ন পরিষদে পঞ্চম বার্ষিক পরিকল্পনা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার