সোনালী ব্যাংকের সাড়ে ১৮ কোটি টাকা ঋণ জালিয়াতির মামলায় বিনা অপরাধে তিন বছর জেল খাটা জাহালমকে আগামী বুধবার (১৭ এপ্রিল) হাইকোর্টে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে।
আজ বুধবার শুনানির নতুন দিন নির্ধারণ করেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
আজ বুধবার বড় ভাই শাহানূরকে নিয়ে সকালে হাইকোর্টে আসেন জাহালম। তবে শুনানির সময় তিনি আদালতের বাইরে ছিলেন। শুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহালম বলেন, বিনা দোষে জেল খাটার সময় তার পরিবার ঋণগ্রস্ত হয়ে যায়। এখন দেনাদারদের যন্ত্রণায় অস্থির। তিনি ক্ষতিপূরণ চান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম