বাস চাপায় পা হারানো রাসেল সরকারকে বিকাল ৩টার মধ্যে কিছু টাকা পরিশোধ না করলে গ্রীন লাইন পরিবহন কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গ্রীন লাইনের মালিক মো. আলাউদ্দিন ও তার আইনজীবীকে উদ্দেশ্যে করে এ আদেশ দেন।
এদিন, শুনানির শুরুতে রিটকারী আইনজীবী উম্মে কুলসুম স্মৃতি আদালতকে বলেন, ‘আমাদের সাথে এখনও গ্রীন লাইন কর্তৃপক্ষ যোগাযোগ করেনি।’
এ সময় গ্রীন লাইন কর্তৃপক্ষের আইনজীবী মো. অজিউল্লাহ ক্ষতিপূরণের টাকা পরিশোধের জন্য আবারও সময় চান।
তখন বিকাল ৩টার মধ্যে আদালত ক্ষতিপূরণের কিছু অংশ পরিশোধ করে আসার কথা বলেন। অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।
এর আগে, পা হারানো রাসেল সরকারকে ৫০ লাখ দিতে গ্রীন লাইন পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল, ২০১৯/মাহবুব