খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) লাইসেন্স শাখার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে ঝটিকা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুরে প্রায় তিন ঘণ্টার এই অভিযানে লাইসেন্স শাখায় অনিয়ম, অবৈধভাবে অর্থ আদায় ও বিজ্ঞাপন খাতে দুর্নীতির সত্যতা পায় দুদক। এসময় কেসিসির দুর্নীতিগ্রস্থ অনেক কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আতঙ্ক বিরাজ করতে দেখা গেছে।
তদন্তে দুদক কর্মকর্তারা কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেন। পরে লাইসেন্স শাখার কিছু নথিপত্র জব্দ করা হয়। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান দুদক কর্মকর্তারা।
অভিযানের এক পর্যায়ে দুদক কর্মকর্তারা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সাথে সাক্ষাৎ করলে তিনি দুর্নীতির বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। তবে এখনই দফতর থেকে কাউকে আটক করতে আপত্তি জানান।
দুদক সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক নাজমুল হাসান জানান, কেসিসির লাইসেন্স শাখার দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। পরবর্তীতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম