তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় জঙ্গি শফিউর রহমান ফারাবীকে খালাস দিয়েছেন আদালত।
আজ ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস সামশ জগলুল হোসেন তাকে খালাস দেন। রায় ঘোষণার আগে আসামি ফারাবীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
মামলায় অভিযোগ করা হয়, বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ফারাবী বিভিন্ন ভিআইপি ব্যক্তিকে হুমকি দিয়ে আসছিলেন। বাংলাদেশ প্রতিদিনে তসলিমা নাসরিনের কলাম প্রকাশের কারণে পত্রিকার সম্পাদক নঈম নিজামকে হুমকি দিয়েছিলো ফারাবী। এসব ঘটনায় তার বিরুদ্ধে ২০১৫ সালের ১৪ মার্চ রাজধানীর রমনা থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (রমনা জোন) ফজলুর রহমান। পরে ঘটনার তদন্ত করে ২০১৫ সালের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০১৬ সালের ৫ এপ্রিল তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় বিভিন্ন সময় সাতজন সাক্ষ্য দেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন