২০ জুলাই, ২০১৯ ২২:০২

১০ বছরের পুরনো ‘অজ্ঞান পার্টির’ চার সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :

১০ বছরের পুরনো ‘অজ্ঞান পার্টির’ চার সদস্য গ্রেফতার

দশ বছরের পুরনো ‘অজ্ঞান পার্টি’র চার সদস্যের একটি দলকে গ্রেফতার করেছে পুলিশ। ‘ভোলাইয়া গ্রুপ’ নামে সক্রিয় এই অজ্ঞান পার্টির হাতে গত ১০ বছরে অন্তত ৮০০ লোক নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

গ্রেফতার চারজন হলো- চুন্নু (৩৬), মো. জসিম (৩২), নুর ইসলাম (৩৫) ও মো. আকবর (৩৫)। তাদের সবার বাড়ি ভোলা জেলার লালমোহন এলাকায় বলে জানিয়েছে পুলিশ। সম্প্রতি এক ব্যক্তি অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব হারানোর ঘটনা তদন্তে গিয়ে এ চক্রের সন্ধান পায় কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা এক সংবাদ সম্মেলনে জানান, অজ্ঞান পার্টির চার সদস্যকে গ্রেফতার ও অজ্ঞান করার বিভিন্ন ওষুধ, জুস ও মলম উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, ‘ভোলাইয়া গ্রুপ’ নামে পরিচিত এ চক্র যাত্রীবেশে বাসে উঠে  যাত্রীর সঙ্গে কথা বলে অবস্থা বুঝে নেয়। এরপর টার্গেট কনফার্ম হলে অন্য সদস্যদের চোখে ইশারা বা মোবাইলের মাধ্যমে জানিয়ে কৌশলে সর্বস্ব হাতিয়ে নেয়।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর