২১ জুলাই, ২০১৯ ১৪:১৩

ডেঙ্গুতে প্রতি ঘণ্টায় গড়ে আক্রান্ত প্রায় নয়জন

অনলাইন ডেস্ক

ডেঙ্গুতে প্রতি ঘণ্টায় গড়ে আক্রান্ত প্রায় নয়জন

প্রতীকী ছবি

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী। রাজধানীতে গত দশ দিনে প্রতি ঘণ্টায় গড়ে প্রায় নয়জন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। যদিও স্বাস্থ্য অধিদপ্তর জোর দিয়েই বলছে, নিয়ন্ত্রণে আছে ডেঙ্গু পরিস্থিতি।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে ২০ জুলাই পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ছয় হাজার ৪৫ জন। এর মধ্যে এক হাজার ৪'শ ৭৪ জন এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তবে আতঙ্কের বিষয় হলো, সবশেষ দশ দিনে এই হিসাব দুই হাজার ২'শ ৬৭ জন। অর্থাৎ প্রতিদিন গড়ে ২২৬ জনের বেশি। আর প্রতি ঘণ্টায় নয়জন।

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে ডেঙ্গুতে মৃতের সংখ্যা এখনো পর্যন্ত পাঁচ জন।
 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর