২১ জুলাই, ২০১৯ ১৬:১২

'বাসাবাড়িতে গিয়ে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা হবে'

অনলাইন ডেস্ক

'বাসাবাড়িতে গিয়ে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা হবে'

ফাইল ছবি

রাজধানীতে প্রতিদিন ১৭১০টি বাসা পরিষ্কার করা হবে জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, রাজধানীর বাসাবাড়িতে গিয়ে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা হবে। আজ রবিবার ডিএসসিসি আয়োজিত মশক নিধন অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

১৫ দিনে মোট ২৫ হাজার বাসা বাড়িতে গিয়ে এডিস মশা ধ্বংস করা হবে জানিয়ে মেয়র আরও বলেন, আজ থেকে আমাদের ৫৭টি ওয়ার্ডের ইনস্পেকশন টিম বিভিন্ন বাসা বাড়িতে যাবে। একই সঙ্গে স্বাস্থ্য বিভাগের টিমও থাকবে। এ টিম প্রতিটি বাসা বাড়িতে গিয়ে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করবে। প্রতিদিন একটি টিম ৩০টি বাসা বাড়ি ও বাণিজ্যিক ভবন পরিষ্কার করবে। এভাবে প্রতিদিন ১৭১০টি বাসা পরিষ্কার করা হবে। বাসাবাড়ির মানুষকে কীভাবে বাসাবাড়ি পরিষ্কার ও এডিস মশার আভা ধ্বংস করতে হয় সেটি বুঝিয়ে দেওয়া হবে। এভাবে ১৫ দিনে মোট ২৫ হাজার বাসা বাড়িতে গিয়ে এডিস মশা ধ্বংস করা হবে।

তিনি আরও বলেন, আসুন সবাই মিলে একযোগে এডিস মশার বংশ ধ্বংস করি। সম্মিলিত ভাবে কাজ করতে পারলে এ উদ্বেগজনক পরিস্থিতি ঠিক করা সম্ভব। তাই আসুন ডেঙ্গুমুক্ত শহর গড়ি। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর