রাজশাহী সফরে এসে পুঠিয়া রাজবাড়ি ও মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী। সোমবার সকালে তিনি পুঠিয়ায় যান। সেখানে তাকে স্বাগত জানান পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু।
হাইকমিশনার রিভা গাঙ্গুলী পুঠিয়া রাজবাড়ি চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন। পুজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এ সমাবেশের আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ট্রাস্টি অনীল সরকার, রাজশাহীস্থ সহকারী হাইকমিশনার সঞ্জিব ভাটি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ