ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন দেশের বাইরে অবস্থান করায় ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিককে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
গতকাল বুধবার সি-ফরটি বিশ্ব মেয়র সম্মেলনে যোগ দিতে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে গেছেন মেয়র সাঈদ খোকন। সাঈদ খোকন মেয়র সম্মেলন উপলক্ষে প্রায় এক সপ্তাহ ডেনমার্কে অবস্থান করবেন।
আজ বৃহস্পতিবার হাসিবুর রহমান ডিএসসিসির নগর ভবনের মেয়র কার্যালয়ে অফিস করেন। এ বিষয়ে হাসিবুর রহমান মানিক বলেন, মেয়র সাঈদ খোকন আমাকে যে দায়িত্ব দিয়ে সম্মানিত করেছেন তা অবশ্যই সুষ্ঠুভাবে পালন করব।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ