নতুন সড়ক নিরাপত্তা আইন কার্যকরের প্রথম দিনে সেই পুরনো চেহারাই দেখা গেছে বরিশালের রাস্তাঘাটে। যানবাহন চলাচল কিংবা রাস্তা পারাপারে শৃঙ্খলা ফেরেনি। আগের মতোই চলছে সব কিছু। তবে প্রথম দিন বেশি কঠোর না হয়ে শুধুমাত্র নতুন আইন সম্পর্কে জনসাধারণকে অবহিতকরন এবং সচেতনতা সৃষ্টি করেছে ট্রাফিক পুলিশ।
নতুন সড়ক নিরাপত্তা আইনকে অনেকে সাধুবাদ জানালেও বিধি লংঘনে জরিমানার অংক জনসাধারণকে বড় ধরনের চাপে ফেলেছে বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কেউ কেউ। জরিমানার অংক কমানোসহ আইনটি আরও সহনীয় করার দাবি জানান যান চালক ও মালিকরা।
পহেলা নভেম্বর থেকে নতুন সড়ক নিরাপত্তা আইন কার্যকরের ঘোষণা দেয়া হলেও বর্তমান ডিজিটাল সফটওয়্যার ব্যবস্থায় নতুন আইনে মামলা দায়ের করতে পারছে না ট্রাফিক বিভাগ। নতুন আইনে মামলা দায়েরের প্রয়োজনীয় কাগজপত্রও এখন (শুক্রবার) পর্যন্ত এসে পৌঁছায়নি। এ কারণে নতুন আইনের কাগজপত্র না আসা পর্যন্ত পুরনো পদ্ধতিতেই মামলা দায়ের করার কথা জানান ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।
বরিশাল মেট্রো ট্রাফিক বিভাগের এটিএসআই মো. আসলাম মিঞা জানান, সরকার পহেলা নভেম্বর থেকে নতুন সড়ক নিরাপত্তা আইন কার্যকর করেছে। কিন্তু অনেকেরই এই নতুন আইন সম্পর্কে কোন ধারনা নেই। তাই তারা প্রথম দিন এই আইন সম্পর্কে জনসাধারণকে ধারনা দিয়েছেন এবং সচেতনতা সৃষ্টি করেছেন। আগামী দিনগুলোতে কঠোরভাবে এই আইন বাস্তবায়ন করার কথা বলেন তিনি।
বিডি প্রতিদিন/হিমেল