রাজশাহী সিটি করপোরেশনের অটোরিকশা ও চার্জার রিকশা নীতিমালা অনুযায়ী পহেলা নভেম্বর থেকে রেজিস্ট্রেশনবিহীন অটো ও চার্জার রিকশার বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। শুক্রবার প্রথম দিনের অভিযানে ৬১টি চার্জার রিকশা এবং ৩৩টি অটোরিকশা জব্দ করা হয়।
রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু জানান, শুক্রবার নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান ও দড়িখরবনা মোড়ে রেজিস্ট্রেশনবিহীন অটো ও চার্জার রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। যানজট নিরসনে অটোরিকশা ও চার্জার রিকশাকে শৃঙ্খলার মধ্যে আনতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় এই অভিযান অব্যহত থাকবে।
রাসিকের উপ-যানবাহন শাখার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ নভেম্বর থেকে রেজিস্ট্রেশনবিহীন অটো ও চার্জার রিকশা এবং চিকন চাকার চার্জার রিকশা চলাচল করতে পারবে না। মালিক ও ডাইভিং স্মার্ট কার্ড নির্দেশনা অনুযায়ী গাড়িতে রাখতে হবে, অটোরিকশা চালকসহ ছয় আসন বিশিষ্ট জোড় মেরুন রঙ এবং বিজোড় পিত্তি রঙ করতে হবে। আরএমপি ট্রাফিক পুলিশকে অব্যশই স্মার্ট কার্ড দেখাতে হবে। আর যারা রেজিস্ট্রেশনের জন্য আবেদন করে এখন পর্যন্ত কার্ড পাননি, তাদের অনলাইন আবেদনের কাগজপত্র প্রদর্শন করতে হবে।
বিডি প্রতিদিন/হিমেল