রাজধানীর পুরানা পল্টনের কস্তুরী হোটেল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে নিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা-ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে নেয়।
শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে কস্তুরী হোটেল ভবনের নিচ তলায় বিকাল ৫ টা ১০ মিনিটে আগুন লাগে।
অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন