প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় মঙ্গলবার খুলনার খালিশপুর ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিস চত্বরে খালিশপুরের বিহারী ক্যাম্পের এক হাজার কর্মহীদের মাঝে আট কেজি করে চালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. কামাল হোসেন উপস্থিত ছিলেন। খাদ্যসামগ্রী বিতরণের সুষ্ঠু পরিবেশ দেখে সচিব সন্তোষ প্রকাশ করেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে সিটি মেয়র বলেন, কারোনভাইরাস সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। দেশে পর্যাপ্ত পরিমাণে খাদ্যশস্য মজুত রয়েছে। তিনি করোনাভাইরাস মোকাবেলায় সরকারের পাশাপাশি সক্ষম ব্যক্তিদেরও এগিয়ে আসার আহবান জানান।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মো. মিজানুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মো. আরিফুল ইসলাম, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মনিরুজ্জামান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পারভীন আক্তার উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার