বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দুই ঘণ্টার ব্যবধানে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই দুই নারীর নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন এক নারীর (৫০) মৃত্যু হয়। তার বাড়ি ভোলা সদর উপজেলায়। গত সোমবার বিকেলে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে তিনি করোনা ওয়ার্ডে ভর্তি হন।
এর দুই ঘণ্টা পর সকাল ১০টার দিকে হাসপতালের গাইনী ওয়ার্ডে পটুয়াখালী সদর উপজেলার এক প্রসূতি (৩০) নারীর মৃত্যু হয় বলে জানান পরিচালক ডা. বাকির হোসেন। মৃত দুই জনের নমূনা সংগ্রহ করে করোনা পরীক্ষারে পাঠানো হয়েছে বলে জানান হাসপাতাল পরিচালক।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন