জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মনজুর আহসান বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর আজগর আলী হাসপাতালে দুপুর ১২টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অধ্যাপক মনজুর আহসান বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক রাশেদুর রহমানের শ্বশুর।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার ও পারকিনসন্স রোগে ভুগছিলেন। এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন তিনি। বাদ আসর উত্তরা ১২ নম্বর সেক্টরের গোরস্থানে লাশ দাফন করা হবে।
অধ্যাপক মনজুর আহসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক, কানাডার মিনিটোভা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স এবং আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে বিখ্যাত ঐতিহাসিক ইরফান হাবীবের তত্ত্বাবধানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সাবেক এই শিক্ষকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার ও বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। উপাচার্য শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও অধ্যাপক মনজুর আহসানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
বিডি প্রতিদিন/আল আমীন