রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে থেকেও করোনার টেস্ট করাতে না পারছেন না অনেক রোগী। কিট সংকটের কারণে করোনা উপসর্গ নিয়ে টেস্ট করাতে এসেও ফিরে যেতে হচ্ছে অনেককে।
বুধবার দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও করোনার টেস্ট করাতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
এ বিষয়ে ভুক্তভোগীরা জানান, জ্বর শ্বাসকষ্টসহ করোনভাইরাসের অন্যান্য উপসর্গ নিয়ে দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে থেকেও টেস্ট করাতে পারছেন না তারা। তীব্র শারীরিক কষ্ট নিয়ে টেস্টের লাইনে দাড়িয়ে থাকলেও দেখার কেউ নেই বলেও অভিযোগ তাদের।
এদিকে, হাসপাতালে আসা যে কোনো রোগীর জ্বর শুনেই পাঠানো হচ্ছে করোনা টেস্টের জন্য। করোনা উপসর্গের রোগীদের সঙ্গে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকায় তারাও পড়ছেন করোনা ঝুঁকিতে। কিন্তু এরপরও মিলছে না টেস্ট করার সুযোগ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন