রাজধানীর অনুমোদিত বেসরকারি তিনটি হাসপাতালে মধ্যে প্রথম দিনেই এভারকেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে করোনার ১৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বাকি দুই হাসপাতলে নমুনা সংগ্রহ ও পরীক্ষার তথ্য সঠিক সময়ে না আসায় তালিকাভুক্ত হয়নি।
বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে বর্তমানে ২৮টি ল্যাবে করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ঢাকার ভেতরে ১২টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৪৫টি। ঢাকার বাইরে ১৬টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ৫৮১টি। সর্বমোট ২৮টি ল্যাবে ৫ হাজার ৬২৬টি নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৯৬৫টি। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৬৪ হাজার ৬৬৬টি নমুনা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে হোম কোয়ারেন্টিনে গেছেন ২ হাজার ৬৭ জন। হাসপাতাল ও অন্যান্য প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন ১১৫ জন। সম মিলিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ২ হাজার ১৮২ জন। অন্যদিকে মোট হোম কোয়ারেন্টাইনে ছিলেন ১ লাখ ৮৬ হাজার ৫১৯ জন। এর মধ্যে কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন ১ লাখ ১৫ হাজার ৩৭ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৭১ হাজার ৪৮২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৩৮ জন। বর্তমানে সম মিলিয়ে আইসোলেশনে আছেন ১ হাজার ৪২০ জন।
আইইডিসিআরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সরকারি হিসেবে দেশে করোনাভাইরাসে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৬৮। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৫৬৪ জনের। সম মিলিয়ে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৬৬৭ জনের।
বিডি প্রতিদিন/আরাফাত