করোনার কারণে কর্মহীন হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ালেন আমেরিকা প্রবাসী মোশাররফ হোসেন খান চৌধুরী। নিজস্ব অর্থায়নে নিজ এলাকা কুমিল্লা ব্রাম্মণপাড়া, কলেজপাড়া, ধান্যদৌলসহ বিভিন্ন স্থানে কর্মহীন, গরীব ও অসহায় পরিবাররের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
মোশাররফ হোসেন খান চৌধুরী ব্রাম্মণপাড়া আব্দুল মতিন খসরু মহিলা কলেজসহ ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তিনি নিউইয়র্কে ট্যাক্সিক্যাব চালান, কখনো ফাস্টফুডের দোকানে ও নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করেন।
তিনি সেচ্ছাসেবীদের মাধ্যমে গোপনে গোপনে মধ্যবিত্ত ও অসহায় পরিবারের তালিকা করতে থাকে এবং টাকা পাঠিয়ে নির্দেশনা প্রদান করেন খাদ্যসামগ্রী কিনে যেন রাতের আঁধারে বাড়িতে পোঁছে দিয়ে আসে।
মোশাররফ হোসেন খান চৌধুরী নিউইয়র্কে থেকে মোবাইল ফোনে জানান, এ পর্যন্ত ২ শতাধিক অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী উপহার দিতে পেরেছে এবং এর ধারাবাহিকতা অব্যাহত থাকিবে। খাদ্যসামগ্রী মেনু ছিল (চাউল, ডাল, তেল, পিয়াজ, লবণ, আলু)
বিডি প্রতিদিন/আরাফাত