গাজীপুরে শ্রীপুরের একটি টেক্সটাইল কারখানার তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর পৌনে দুইটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয় লোকজন জানান, আগুনের খবর পেয়ে তারা কারখানার মূল গেট ভেঙে ভেতরে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করেন। ইতোমধ্যে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিস ইউনিট গাজীপুর-৩ এর উপ-সহকারী পরিচালক আব্দুল আলীম জানান, আগুনের খবর পেয়ে গাজীপুর কালিয়াকৈর, শ্রীপুর, ভালুকা এবং ত্রিশালের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কারখানার তুলার গুদামে অগ্নিকাণ্ডের সূচনা হয়।
বিডি প্রতিদিন/হিমেল