খুলনায় টিসিবির তেল কালোবাজারে বিক্রির অভিযোগে ডিলার মৃধা বেলায়েত হোসেনের লাইসেন্স বাতিল করা হয়েছে। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার খুলনা টিসিবির ঊর্ধতন কার্যনির্বাহী রবিউল মোর্শেদ এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার খুলনা জেলা প্রশাসন ও পুলিশের অভিযানে নগরীর বৈকালী এলাকায় টিসিবির পণ্য বিক্রির সময় ওই ডিলারের নিকট ৮৫ লিটার তেল কম পাওয়া যায়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ডিলারের লাইসেন্স বাতিলের সুপারিশ ও তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে টিসিবির পণ্য উত্তোলন করে কালোবাজারে বিক্রি করে আসছেন। এলাকাবাসী জানিয়েছেন, বেলায়েত হোসেন একই সাথে ওএমএস ডিলার। চাল চুরির অপরাধে এর আগে তাকে সাজা ভোগ করতে হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন