খুলনা মহানগরীর আড়ংঘাটা এলাকায় ৩য় শ্রেণির এক ছাত্রীকে (৯) ধর্ষণের ঘটনা ঘটেছে। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। এদিকে ধর্ষণের ঘটনায় থানায় মামলার পর অভিযুক্ত মো. আকতার হোসেনকে (৪৫) গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার মো. আকতার হোসেন বাগেরহাটে জেলার পল্লী বিদ্যুতের এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর।
শনিবার আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, আকতার হোসেন পল্লী বিদ্যুতের কচুয়া ও চিতলমারী উপজেলার দায়িত্বে আছেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরায়। খুলনার আড়ংঘাটার দক্ষিণপাড়া গ্রামে তার শ্বশুর বাড়ি। এখানে বেড়াতে এসে তিনি কৌশলে শুক্রবার দুপুর ১২টার দিকে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ শুক্রবার গভীর রাতে খুলনা থেকে আকতার হোসেনকে গ্রেফতার করে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম