সরকারি নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব মেনে প্রয়োজনীয় সংখ্যক শ্রমিক নিয়ে কারখানা চালু হয়েছে। তবে বাকি শ্রমিকরা কাজে যোগ দেয়ার দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে। গাজীপুর সিটি করপোরেশনের তারগাছ এলাকায় শনিবার এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি করপোরেশনের তারগাছ এলাকায় একটি কারখানায় প্রায় তিন হাজার শ্রমিক রয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব মেনে গত ২৪ এপ্রিল থেকে এ কারখানায় কাজ করছে দেড় থেকে দুই হাজার মতো শ্রমিক। শনিবার সকালে বাকি শ্রমিকরা কাজে যোগ দিতে যায়। কর্তৃপক্ষ তাদের কারখানায় প্রবেশ করতে বাধা দেয়। এসময়ে শ্রমিকদের মধ্যে ছাঁটাইয়ের গুজব খবর ছড়িয়ে পড়ে। পরে শ্রমিকরা কারখানার প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের ফলপ্রসু আলোচনা হলে বেলা ১১টার দিকে শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেন।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, বিক্ষোভের কারণে কর্তৃপক্ষ আগামীকাল থেকে শ্রমিকদের কাজে যোগ দেয়ার ঘোষণা দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেয়। কারখানার কোন শ্রমিক ছাঁটাই করা হয়নি বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/হিমেল