ঢাকা-৫ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন। মনোনয়ন ফরম উত্তোলনের সময় কামরুল হাসান রিপনে সঙ্গে ছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধা, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী, স্থানীয় পঞ্চায়েত কমিটির প্রধান।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (ডেমরা-যাত্রাবাড়ী ও আংশিক কদমতলী) আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। আগামী ১৭ অক্টোবর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ