হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক।
রবিবার সন্ধ্যায় বাসায় ফিরেছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, প্রচণ্ড জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলাম। শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। জ্বর কমেছে, তবে কিছুটা শারীরিক দুর্বলতা রয়েছে। এখন আমি অনেকটাই সুস্থ।
এর আগে গত রবিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তিনি। গত ১৮ আগস্ট হাসপাতালের বিছানায় শুয়েই নিজের জন্মদিন কাটিয়েছেন ফারুক।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন