রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার (২৩ আগস্ট) ভোর ৬টা থেকে সোমবার ভোর পর্যন্ত ডিএমপি ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এক বার্তায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১১৪১ পিস ইয়াবা, ২৩ গ্রাম হেরোইন, ৭০০ গ্রাম গাঁজা ও ১৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে মাদক আইনে ৩৬টি মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল