বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়রের ব্যক্তিগত সহকারী কাম মূদ্রাক্ষরিক (পিএ) শাখাওয়াত হোসেন শাহিনকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গত ২০ আগস্ট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে চাকরি থেকে চূড়ান্তভাবে অব্যাহতি দেয়া হয়।
অফিস আদেশে দায়িত্বে অবহেলা এবং কর্মক্ষেত্রে অনুপস্থিতির কথা উল্লেখ করা হয়।
এদিকে মন্ত্রণালয়ে প্রেরিত উন্নয়ন প্রকল্প তৈরিতে অবহেলা এবং দায়িত্বহীনতার অভিযোগে সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. আনিচুজ্জামানকে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে কারণ দর্শাতে বলা হয়।
এ বিষয়ে বিস্তারিত জানতে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেনের মুঠোফোনে কল দিলেও ফোন রিসিভ করেননি তিনি।
করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা কাজী মোয়াজ্জেম হোসেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন