নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ মামলায় আসামি মিঠুর (৩০) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। পাশাপাশি তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মহিউদ্দিন এ রায় ঘোষণা করেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট বাদল কৃষ্ণ রায় জানান, রূপগঞ্জ থানার মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ৫৫৪/১৯ মামলাটির রায় ঘোষণায় আদালত আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। পাশাপাশি ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে আসামি মিঠুকে।
মামলার বাদী আব্দুল আজিজ জানান, রায়ে আমি সন্তুষ্ট। আসামি যে অন্যায় করেছে তার উপযুক্ত বিচার সে পেয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন