রাজশাহীর টেনিস কমপ্লেক্সের নাম খ্যাতিমান টেনিস খেলোয়াড় প্রয়াত অ্যাডভোকেট আবদুস সালামের নামে নামকরণের দাবি জানিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতারা। রাজশাহীর সাবেক ছাত্রলীগ ফোরামের পক্ষ থেকে এনিয়ে বিভাগীয় কমিশনারকে একটি স্মারকলিপিও দেওয়া হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে সাবেক ছাত্রলীগ নেতারা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে বলা হয়, অ্যাডভোকেট আবদুস সালাম রাজশাহীর এই টেনিস কমপ্লেক্স গড়ে তোলার অন্যতম পথিকৃৎ। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত বিশ্বস্ত বন্ধু ছিলেন। বঙ্গবন্ধু রাজশাহী সফরে এসে একাধিকবার তার বাসায় আতিথিয়তা গ্রহণ করেছেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট আবদুস সালাম ছিলেন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের ঘনিষ্ঠ সহচর। তিনি কাতলামারী মুক্তিযোদ্ধা রিক্রুটিং ক্যাম্পের প্রধান হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।
স্বাধীনতা পরবর্তী সময়ে অ্যাডভোকেট আবদুস সালাম রাজশাহীতে টেনিস কমপ্লেক্সসহ অন্যান্য ক্রীড়া প্রতিষ্ঠান গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাই তার নামে টেনিস কমপ্লেক্সের নামকরণ করা হলে সেটা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শণ করা হবে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
স্মারকলিপি দেওয়ার সময় সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম সেল্টু, আবদুল লতিফ, মীর ইসতিয়াক আহম্মেদ লিমন, আমিনুর রহমান খান রুবেল, আসাদুজ্জামান আজাদ, হায়েস উদ্দিন মাসুম, রাকিব উদ্দিন, মিজানুর রহমান মিজান, পঙ্কজ দে, আইয়ুব আলী, আশিষ কুমার অর্পণ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ আবু জাফর