রাজধানীর গেণ্ডারিয়ার নারিন্দায় ট্রান্সমিটার মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জন আহত হয়েছেন। বুধবার রাতে এ দুর্ঘটনার পর আহত আনোয়ার ও হোসেন আলীকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিয়া জানান, একটি বৈদ্যুতিক খুঁটিতে ট্রান্সমিটার বুধবার রাতে নারিন্দার হামিদা প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় বিস্ফোরণ হয়। খবর পেয়ে বিদ্যুৎ অফিসের দুই কর্মচারী ট্রান্সমিটার মেরামত করতে গেলে দু’জনই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।
বিডি প্রতিদিন/এ মজুমদার