রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছয় হাজার পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে তাদের আটক করা হয়। আটকরা হলেন- রবিউল হাসান ওরফে রবিন (২১), মো. আরিফ (২৮), আকতার হোসেন (৩৫) ও মো. ইউসুফ (৫০)।
আজ বৃহস্পতিবার ডিবি লালবাগ বিভাগের সহকারী কমিশনার (এসি) মধুসুদন দাস জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে যাত্রাবাড়ী টেকনিক্যাল স্কুলের সামনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মিনিবাস তল্লাশি করা হয়। এসময় মিনিবাসের পেছনে বিশেষ কায়দায় তৈরি বক্স থেকে ছয় হাজার পিস ইয়াবাসহ ওই চারজনকে আটক করা হয়। আটক চারজনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার