রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলে চলন্ত রিকশা থেকে পড়ে রওশন আরা (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর মেয়ে রোকেয়া নিজেই তার মাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সকাল ১১টার দিকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাতুয়াইল এলাকায় মেয়ে রোকেয়ার কাছেই থাকতেন ওই বৃদ্ধা।
রোকেয়া সাংবাদিকদের জানান, তার মাকে ডাক্তার দেখাতে শিশুকন্যাকে কোলে নিয়ে রোকেয়া একটি রিকশা যোগে স্থানীয় একটি হাসপাতালে যাচ্ছিলেন। পথে মাতুয়াইল মেডিক্যালের অপর রাস্তায় চলন্ত রিকশা থেকে হঠাৎ তার মা পড়ে যান। এতে ওই বৃদ্ধা আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, রিকশা থেকে পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে এই সংবাদ আমরা পেয়েছি। বিস্তারিত জানার জন্য পুলিশ পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক