পাবনা-৪ আসনের মনোনয়ন ফরম বিক্রি চলছে বিএনপির। আজ রবিবার থেকে রাজধানীর নয়াপল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিক্রি করা হচ্ছে মনোনয়ন ফর্ম।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনোনয়ন ফর্ম বিক্রি চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
আগামীকাল সোমবার দুপুর ২টার মধ্যে ফরম জমা দিতে বলা হয়েছে। আগ্রহী প্রার্থীদের ওই সময়ের মধ্যে মনোনয়ন ফরম ক্রয় ও জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এছাড়া একই দিন বিকেল ৫টা থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী পাবনা-৪ আসনে ভোটগ্রহণ হবে আগামী ২৬ সেপ্টেম্বর।
বিডি প্রতিদিন/ফারজানা