পুরান ঢাকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে ও জিয়াউর রহমানের নাম পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
মঙ্গলবার পুরান ঢাকার রায় সাহেব বাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে জবি শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৬ সালে ঢাকা সিটি করপোরেশনের তৎকালীন মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা করপোরেশনের উদ্যোগে 'শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়' প্রতিষ্ঠা করেন এবং একই বছর ২৫ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠানটি উদ্বোধন করেন তিনি। কিছুদিন আগে স্কুলটির নাম বদলে করা হয় 'মোগলটুলী উচ্চ বিদ্যালয়'।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন