রাজধানীর যাত্রাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ শুক্রবার মাতুয়াইল মৃধাবাড়িতে কেক কাটাসহ নানা আয়োজনে দিবসটি উদযাপন করে যাত্রাবাড়ী থানা, ডেমরা থানা, কদমতলী থানা, আর কে চৌধুরী কলেজ ও দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদল।
এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর বিএনপি নেতা (যাত্রাবাড়ী থানা বিএনপির সভাপতি ও মহানগর দক্ষিণের সহ-সভাপতি) নবী উল্লাহ নবী। তিনি বলেন, আজ ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী। নতুন বছরের শুরুতে নতুন প্রত্যয়ে আমরা ছাত্রদলকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে এগিয়ে যেতে চাই। আমাদের এই চলার পথে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
কয়েকশ’ নেতাকর্মীদের উপস্থিতিতে ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’ গান ও কড়তালির মধ্যে দিয়ে শুরু হয় এই আয়োজন। এরপর কেক কাটা শেষে সংক্ষীপ্ত বক্তব্য রাখেন উপস্থিত নেতাকর্মীরা। এসময় ছাত্রদলসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক