গণহত্যা দিবস উপলক্ষ্যে বরিশালে প্রতীকী ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার রাত ঠিক ৯টায় নগরীর সকল বৈদ্যুতিক লাইট বন্ধ হয়ে যায়। ঠিক ১ মিনিট পর আবার লাইট জ্বালিয়ে দেয়া হয়। এই সময়ে নগরীর দক্ষিন সদর রোডের সার্কিট হাউজের সামনে জেলা প্রশাসনের উদ্যোগে মোমবাতি প্রজ্জলন করা হয়। বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল ও জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ