২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে বরিশালে মোমবাতি প্রজ্জলন করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টা ১০ মিনিটে নগরীর ওয়াপদা কলোনীস্থ টর্চার সেল চত্ত্বরে মোমবাতি প্রজ্জলন করা হয়।
বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ’র নেতৃত্বে সহস্রাধিক জনতা মোমবাতি জ্বালিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস সহ অনান্য নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
এ সময় মুক্তিযুদ্ধের স্বপক্ষে এবং স্বাধীনতা বিরোধী চক্রের বিরুদ্ধে নানা স্লোগান দেয়া হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ