রাজশাহীতে এবার ভিন্ন আবহে পালিত হয়েছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। সকাল থেকে স্বাধীনতা সংগ্রামে শহীদদের শ্রদ্ধাতে জানাতে শহীদ মিনারগুলোতে ভিড় করে বিভিন্ন সংগঠন।
সরব উপস্থিতি ছিল বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনগুলোর। বাংলাদেশের ৫০ বছরের অর্জনগুলোকে তুলে ধরেন অনেকে।
আজ শুক্রবার সকালে প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবুর নেতৃত্বে নগরীতে শোভাযাত্রা করেছেন সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীরা। তারা রাজশাহী কলেজ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এদিন নগরীর আলুপট্টি থেকে শোভাযাত্রা বের করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। পরে তারা ভুবন মোহন পার্ক শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর