বরিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আজ শুক্রবার ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে জেলা পুলিশ লাইন্সে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫০বার তোপধ্বনি এবং একই সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৬টায় জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে রাষ্ট্রের পক্ষে প্রথমে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল।
এরপর ডিআইজি মো. শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার মো. মারুফ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
সকাল ৬টা ৫০ মিনিটে নগরীর ওয়াপদা কলোনির টর্চার সেলের ৭১ স্তম্ভে জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, ডিআইজি মো. শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার মো. মারুফ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সহ নগরীর বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউনের বধ্যভূমিতেও ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও সকাল ৯টায় সার্কিট হাউজে জাতীয় পতাকা উত্তোলন, দুপুরে ধর্মীয় প্রতিষ্ঠানে উপাসনা, দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নৌ বাহিনীর যুদ্ধ জাহাজ প্রদর্শন, মুক্তিযুদ্ধের দলিল ও রেকর্ডপত্র প্রদর্শনী, শিশুদের জন্য প্ল্যানেট পার্কে খেলার ব্যবস্থা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীসহ দিনভর নানা আয়োজনে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
বিডি প্রতিদিন/আবু জাফর