মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে যথাযোগ্য মর্যাদায় খুলনায় পালিত হয়েছে স্বাধীনতার সুবর্নজয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য খুলনা জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করেছে।
শুক্রবার (২৬ মার্চ) সকাল ৬টায় গল্লামারী স্বাধীনতা স্মৃতিসৗধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুস্পমাল্য অর্পন করা হয়। প্রথমে শ্রদ্ধা নিবেদন করে খুলনা মুক্তিযোদ্ধা সংসদ জেলা মহানগর কমান্ড। এরপর পর্যায়ক্রমে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, জেলা প্রশাসন, সিটি করপোরেশন, মেট্রোপলিটন পুলিশ, খুলনা আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করে।
এর আগে ভোরে কালেক্টরেট প্রাঙ্গণে তোপধ্বনির মাধ্যমে দিনটির শুভ সূচনা করা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধোদের সংবর্ধনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল আটটায় সার্কিট হাউজে খুলনা বিভাগীয় কমিশনার আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। সকাল ১১টায় নগরীর সিনেমা হলসমূহ এবং দৌলতপুর শহিদ মিনারসহ বিভিন্ন উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, প্রামাণ্য চলচ্চিত্র ও দুর্নীতি বিরোধী তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
স্বাধীনতা দিবস উপলক্ষে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ৯টায় স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত